সোনার ছেলে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ জুলাই, ২০১৮, ০১:৪০:০৫ রাত



হাতুড়ি মামুন হাতুড়ি মামুন

করছ তুমি কী?

এই দেখনা হরেক মডেল

হাতুুড়ি এনেছি।

ইচ্ছে যাকে হাড় ভেঙ্গে দাও

মেরুদন্ডের শিরদাড়াটাও

বলুক লোকে ছিঃ

বলবে তুমি সোনার ছেলে

কলম ছুড়ি হাতুড়ি পেলে

তেল খাইনা ঘি।

ঘিয়ে ভাজা কুড়মুড়ে

হাড্ডিগুড্ডি দাও গুড়ে

নেতা মেনেছি

হরেক রকম হরেক দামের

সবই দারুণ সবই কামের

হাতুড়ি এনেছি।

বিষয়: বিবিধ

৮৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385649
০৯ জুলাই ২০১৮ রাত ০২:১৫
কুয়েত থেকে লিখেছেন : এভাবে সোনার ছেলেদের তথা সন্ত্রাসী ছাত্রলীগ নাম নিয়ে লেখাটি কি আপনার টিক হয়েছে? ওরাতো হাতুড়িদিয়ে কেন যে কোন কিছু দিযে যে কোন কাউকে পিঠাতেই পারেন কারন ওদের সাপোর্টার জারজ সন্তানদের তো অভাব নেই।আপনাকে ধন্যবাদ
০৯ জুলাই ২০১৮ দুপুর ০২:৪১
317850
বাকপ্রবাস লিখেছেন : সোনার ছেলেরা যাহাই করবে সোনা মার্কা কাজ হবে সুতরাং কিছুই বলার নেই দেখা ছাড়া

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File