গরীব যখন বিগ‌ড়ে যায়

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ জুন, ২০১৮, ০৫:২১:১৪ বিকাল

গরীব ব‌লে দিচ্ছ খোটা দাও

দু‌দিন বা‌দে দেখ‌বে মজা তাও

লুটব যখন ঘরবা‌ড়ি

কাঁদবে ফাওফাও।

গরীব ব‌লে ক‌রোনা‌তো হেলা

দু‌দিন বা‌দে বুঝ‌বে মজার ঠেলা

লুটব যখন ব্যাংক বা‌ণিজ্য

জেলা উপ‌জেলা।

গরীব ব‌লে পাচ্ছ মজা বেশ

এমন মজা হ‌বে তখন হ‌বেনা‌তো শেষ

যখন লু‌টের নেটওয়া‌র্কে

কব্জা পু‌রো দেশ।

বিষয়: বিবিধ

৬৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385620
২৯ জুন ২০১৮ বিকাল ০৫:৫৭
আমি আল বদর বলছি লিখেছেন : বর্তমানেও তো লুট চলছে সারা বাংলায়
৩০ জুন ২০১৮ রাত ১২:৪৪
317838
বাকপ্রবাস লিখেছেন : হুম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File