নিঃস্বকাপ

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ জুন, ২০১৮, ০৬:০৯:২১ সন্ধ্যা



খেলাতে ডুবে আছে কর্তা

তেলেবেগুণে বোম গিন্নী

কচলে কচলে আলু ভর্তা

ওবেলায় ভাত নেই শিন্নি।

বাজারের থলেটা আছে ঝুলে

আগুণে বাড়ে তেজ হাড়িতে

মরুভূমির হাহাকার ফ্রিজ খুলে

চাল ডাল ফুরিয়েছে বাড়িতে।

গোলগোল শোরগোল শেষ হলে

খিদে পেল খেতে আসে কর্তায়

গিন্নীর মনে তেজ আগুণ জ্বলে

নেভাল তা কিলঘুষির ভর্তায়।

বিষয়: বিবিধ

৬৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385612
২৯ জুন ২০১৮ সকাল ০৯:৩৮
হতভাগা লিখেছেন : ভালই বিশ্বকাপ দেখতেছেন। সাথে নিঃশ্বকাপেও আছেন।
২৯ জুন ২০১৮ বিকাল ০৪:৪৪
317833
বাকপ্রবাস লিখেছেন : হা হা হা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File