মুরগীর সাথে আন্ডাও ছিল! (আসমানি মেসেজ)

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ মার্চ, ২০১৩, ০৪:৫২:৪৮ রাত



"স্বপ্ন দিয়ে বোনা" হাতে পেয়ে একটা পোষ্ট দিয়েছি ২১ মার্চ, ২০১৩, ১১:৫৩:৫১ রাত এই সময়ে, একই সাথে বর্ণমালা ব্লগ এবং ফেইসবুকেও দিয়েছি, ফেইসবুকে কমেন্ট পেলাম ব্লগারদের প্রকাশনা প্যানেল থেকে "আপনি দেখি আসলেই সার্থপর..." এই কমেন্ট পেয়ে জবাব দিতে পারলামনা, শুধু লাইক দিয়ে হাতে কাজ ছিল, কাজ শেষ হবার আগেই শুরু হল ব্রাজিল ইতালীর খেলা, সবাই দেখছে আমি কিচেনে, আমি ওখান থেকে কমেন্ট করছিলাম তোমরা দেখতে থাক কিন্তু গোল হবেনা, কারন আমার হাতের কাজ শেষ করে আমিও দেখতে বসব তারপর গোল হবে, অবশেষে আমিও দেখতে বসলাম গোল শুরু পরপর দুইটা, নিশ্চিন্ত মনে কফি বানালাম, খুব সহজ, উমুর আম্মু কফি পাঠিয়েছে দেশ থেকে, মিনি প্যাক, গরম পানিতে ঢেলে দিলেই হলো.....

রাসেল এসেছে ছুটি কাটিয়ে দেশ থেকে, ওর সাথে পরিচয় সূত্র হলো ও আমার বস এর রিলেটিভ এবং আমার কলিগ পলাশ এর মামা, চাকরী করে অন্য একটা কোম্পানীতে, আমার রুমমেট এর সবাই আমার বস এর আত্মিয় এবং দুইজন ওনার একই গ্রামের, আমি শুধু উড়ে এসে জুড়ে বসা, রাসেল প্রায়ই বৃহষ্পতিবার রাতে আমাদের রুমে চলে আসে এবং শুক্রবার বিকেলে চলে যায়, মিশুক হবার কল্যাণে আমাদের সবার সাথে ভাল রিলেশান এবং আমার সাথে যেন একটু বেশী, আমি কাওকে দিয়ে দেশে কিছু পাঠানো যেমন পছন্দ করিনা তেমনি দেশ থেকে আনাটাও, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যারা আছেন তারা এই আনা নেয়ার চালানীর জন্য বিব্রত হন বেশী, আমি তায় উমুর আম্মুকে বলেছিলাম রাসেল আসছে ওকে যেন স্বপ্ন দিয়ে বোনা বইটা দেয়া হয়, অন্য কিছু দিতে না করে দিয়েছিলাম তবুও কথার আকার ইংগীতে বুঝা গেছে বই এর সাথে আরো কিছু আসবে, সেটা হল কফির প্যাক যেটা আমি পছন্দ করি সে জানে, আর চা বানানো থেকে সহজ, আর মুরগীর সাথে ডিম ও দিয়ে দিয়েছে আমাদের সকলের প্রিয় ব্লগার বাহার ভাই এর "আসমানী মেসেজ" বইটা

খেলা দেখছিলাম, কফি শেষ হতে না হতেই কিছু বুঝার আগেই যা হবার হয়ে গেছে, রাসেল আর আলিম এর লম্ফ ঝম্ফ শুরু হয়ে গেছে কারন রাসেল হল আর্জেন্টিনার সাপোর্টার সেই সূত্রে ইতালী আর আলীম আগে থেকেই ইতালী, এতক্ষণ আমরা যে লম্ফ ঝম্ফর কসরত করছিলাম তার বদলা হয়ে গেল, গোল দুই আর দুই, আমার খেলা দেখার মন উঠে গেল, ভাবতে লাগলাম প্রকাশনা পেনেল এর কমেন্ট টার কথা, ওটা কেন লিখল? আমি একটু লেইটে বুঝি সবকিছু, অবশেষে বুঝলাম সেটাই রক্ষে, প্রকাশনা প্যানেল মানেইতো বাহার ভাই............

আমি আসলে আসমানি মেসেজ টেবিলেই রেখেছি, পড়ব পড়ব করে লেইট হচ্ছিল এই যা, কিন্তু এই কমেন্ট যখন বুঝেই ফেললাম সাথে সাথে বসে পড়লাম বইটা হাতে নিয়ে, খেলা চলছে চলুক, আমার পড়া শুরু, একটানা পড়ে শেষ করলাম, এবার ভাবলাম রাত একটু বেশী হয় হোক, একটা পোষ্ট দিয়ে দিই, এখন এখানে রাত ১টা ৩০

বাহার ভাই এর আসমানী মেসেজ পড়ে মনে হচ্ছিলনা এটা ওনার প্রথম বই, পড়তে গিয়ে জড়তা আসেনি, ক্লান্ত অনুভব করিনি তায় একটানা পড়ে শেষ করলাম, বাহার ভাই এর উদ্যম, সাধনা, অধ্যবাসায় এসব নিয়ে নতুন করে লিখার কিছু নেই, ওনি দেখিয়ে দিয়েছেন স্বপ্ন দিয়ে বোনার সাথে বোনাস আসমানী মেসেজ প্রকাশ করে, বাহার ভাই এর জন্য আন্তরিক শ্রদ্ধা এবং দোয়া রইল, এই অসাধারণ কাজটা করার জন্য, আর যারা ওনাকে এই কাজে সহযোগীতা করেছেন সবাইকে

আসমানি মেসেজ ছোট্ট বইটাতে ৯টা শিরোনামে খুব সুন্দর করে গুছিয়ে ৯টা ভিন্ন স্বাদের লিখা আছে, বাহার ভাই খুব জোর দিয়ে সবাইকে একটা দাওয়াত পৌছে দিতে চান তা হলে আমরা যেন আমাদের প্রাণের কোরানটা যেন একটু বুঝে পড়ার চেষ্টা করি, এটাই এই বই এর মুল সুর বলা যায়, কেন অর্থ সহ কোরান পড়া জরুরী আর একটা জরীপ চালিয়েও উনি চেষ্টা করেছেন আমাদের চোখে আংগুল দিয়ে যেন আমরা কি পরিমাণ উদাসিন কোরান বুঝে পড়ার ক্ষেত্রে, ওনার সাথে কেউ কেউ ভিন্ন মত থাকতে পারেন এটা একটা স্বাভাবিক ব্যাপার তবে বিষয়টা ওনি কত পজেটিভলি নেবেন তার ইংগীত দিয়েছেন ওনার ব্যাক্তিগত ইমেই একাউন্ট সংযোজন করে, যাতে কারো কোন ব্যাক্তিগত মতামত, আলোচনা, ব্যাখ্যা, ইত্যাদি যেন সবাই ওনার সাথে শেয়ার করতে পারে, ওনি নিজেই স্বীকার করেছেন ওনি একজন প্রাথমিক পাঠক আর তায় পড়তে পড়তে ওনি যানতে আগ্রহী এবং জানতে জানতে আশে পাশের সবাইকে সচেতন করে তুলতে আগ্রহী, ওনার কাছ থেকে আমরা অন্তত এই শিক্ষা নিতে পারিযে, ওনি যতটুকু বুঝেছেন, জানছেন ওটাকে ওনি যাচাই বাছাই করছেন এবং সবাইকে সচেতন এবং সম্পৃক্ত করার কাজটাও করছেন, এবং সেটা করছেন ওনি প্রতি নিয়ত, বাসে বসে, মসজিদে গিয়ে, তার মানে হাটতে বসতে ওনি ইসলামটাকেই যেন রক্তে মাংসে মিশিয়ে দিয়েছেন, আল্লাহ যেন ওনার চিন্তা, চেতনা স্বপ্ন কবুল করে নিন এবং বাহার প্রকাশনী যেন সামনে আরো সুন্দর সুন্দর বই আমাদের উপহার দেয় সেই কামনা করি

আরো অনেক কিছু বলার ইচ্ছে ছিল, তবুও আর আর কথা বাড়ালামনা...............

বিষয়: বিবিধ

১৩২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File