রাজনীতির ঈদ যাপন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ জুন, ২০১৮, ০৩:৫০:২৯ রাত
ঈদ এল হাসিনার
খালেদার নিদ নাই
জিদ এল এরশাদের
ভায়াগ্রা যদি পায়।
মুহিতের ঈদ মানে
ট্যাক্স আর ভ্যাট চাই
কাদেরর কাছে ঈদ
জানজট আর নাই।
ছুটিটা পাবে নাকি
পুলিশের দ্বন্দ
RAB নেয় বিশ্রাম
ক্রসফায়ার বন্ধ।
তারেকের কাছে ঈদ
বেদনা আর হতাশার
দূর্নীতির মামলায়
নুয়ে আছে ঘাড় তার।
রাজনীতির ঈদ তায়
উথান আর পতনে
কেউ কাঁদে, হাসে কেউ
ক্ষমতার যতনে।
বিষয়: বিবিধ
৬১১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন