ভাল আছি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৭ মে, ২০১৮, ০৭:৫০:২১ সকাল
নাই সুখ
নাই দুখ
দুইয়ের কাছাকাছি
ভাল আছি।
নাই প্রিয়া
সাদিয়া
অহেতুক নাচানাচি
ভাল আছি।
নাই রাগ
অনুরাগ
ভালমন্দ বাছাবাছি
ভাল আছি।
নাই আলো আঁধার
নাই কৃষ্ণ রাধার
তেলে দুধে মাছি
ভাল আছি।
বিষয়: বিবিধ
৫৮৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন