শূণ্যতা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ মে, ২০১৮, ০২:০৪:০১ রাত
তোমার কাছেই আসব ফিরে
তোমার কাছেই যাব
ধার ধারিনা, হাল ছাড়িনা
শূণ্য গুলে খাব।
শূণ্য গুলে খাব আমি
পূণ্য গুলে খাব
আর পারিনা, আর পারিনা
তোমার কাছে যাব।
তোমার কাছে যাব আমি
তোমার কাছেই যাব
ঘর ছেড়েছি, দেশ ছেড়েছি
তোমায় কোথায় পাব?
তোমায় কোথায় পাব আমি
তোমায় কোথায় পাব
আর পারিনা, হাল ছাড়িনা
তোমার কাছেই যাব।
বিষয়: বিবিধ
৫৬১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন