টকঝাল
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মে, ২০১৮, ০৫:০৫:৪০ বিকাল
ছেলেটা ভাল নয় মন্দ
মনে মনে লেগে থাকে দ্বন্দ।
সারারাত ভাবে যা সকালে
মরা ফুল ঝরে পড়ে অকালে।
ছেলেটার গোলমাল ভাবনায়
কখনো যায়নি সে পাবনায়।
-
মেয়েটা হনহন চঞ্চল
জানে সেটা গোটা এই অঞ্চল।
তিরিক্ষি ভাব এক চলাতে
মরিচের ঝাঝ যেন বলাতে।
নেই কোন গোলমাল ভাবনায়
কখনো যায়নি সে পাবনায়।
-
কোথাও ছিলনাতো মিলটা
বিনিময় হল তবু দিলটা।
হাঙ্গামায় দিনকাল যাচ্ছে
টকঝাল স্বাদটাও পাচ্ছে।
শেষমেষ কী হল ভাবনায়
শখ হল যাবে নাকি পাবনায়।
বিষয়: বিবিধ
৫৪৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
https://www.facebook.com/muktokopat
মন্তব্য করতে লগইন করুন