স্বপরিবারে স্বপ্ন দিয়ে বোনায়.....
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ মার্চ, ২০১৩, ১১:৫৩:৫১ রাত
স্বপ্ন দিয়ে বোনা হাতে এলো, শুকরিয়া....
সময় স্বল্পতার দরুণ কবে নাগাদ পড়ে শেষ করতে পারব তার নিশ্চয়তা নেই, তবে আমার লিখা একটা কবিতা ও এস এম এস পদ্যের উপর চোখ বুলিয়ে নিলাম প্রথমেই, মনে মনে একটু আকাংখা ছিল আমার মেয়েকে নিয়ে লিখা পদ্যটা নির্বাচিত হলে সেও ইতিহাস হয়ে থাকতো, পদ্যটা স্থান পায়নি তবে আমার আশা পূর্ণ হয়ে গেল, আমার মেয়েকে পেয়ে গেলাম বই এর ১৮ তম পৃষ্ঠায়, হারুন আযিযী নদভী এর লিখা "প্রিয় নবীজী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" নামক প্রবন্ধে আমার প্রিয় নবীজির নাতি-নাতনীগণ এর বর্ণনায় পেয়ে গেলাম আমার মেয়ে "উমামা" এর নাম....
নিজেকে একটু স্বার্থপর মনে হচ্ছে, আমরা তিন জনের সংসার, আমি উমামা এবং উমামার আম্মু। দুইজনকে পাওয়া গেল বইতে, তৃতীয়জন ছাড়া কেমন জানি শূন্যতা অনুভব করছি, না তাকেও পাওয়া গেল পৃষ্ঠা নাম্বার ১১ তে, দুগ্ধ পান কাল প্যারায়, "সর্ব প্রথম তাঁকে মাতা হযরত আমেনা দুগ্ধ পান করান। অতঃপর আবু লাহাবের বাঁদী য়ুওয়াইবা তাকে দুগ্ধ পান করায়। অতঃপর ধাত্রীর সন্ধান করতে থাকেন। হাওয়াযিন্থ গোত্রর বানী সাদ এর মহিলা হযরত হালীমা ছাদিয়া এর বিরল সৌভাগ্যের অধিকারী হন।" এখানে এই প্যারাটাতে উমুর আম্মুর নামটাও পাওয়া গেল .......
বিষয়: বিবিধ
১৯১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন