ঘুরছে খোকন
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ এপ্রিল, ২০১৮, ০৫:৩১:৫০ বিকাল
মাছ খাবে সে ভাত খাবেনা
রাত চলে যাক ঘুম যাবেনা
মার খাবেনা, মাড় খাবেনা
ভয় দেখালে ধার ধারেনা।
ডিম খাবে সে দুধ খাবেনা
খেলা শেষে ঘর যাবেনা
পড়তে বসে বই পাবেনা
আঙ্গুল চোষা আর ছাড়েনা।
ঢিল ছুড়ে সে কাক মারেনা
কুকিলের মতো ডাক পারেনা
ধরলে ফড়িং লেজ ছাড়েনা
বাড়ছে বয়েস আর নারে না।
দুষ্টুমি সব ছেড়ে ছুড়ে
খোকন এখন কেবল ঘুরে
ঘুরাও যত ঘুরতে রাজি
নাবিলাতো মন ছাড়েনা।
বিষয়: বিবিধ
৫৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন