অনুশোচনা (অণুগল্প)
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ এপ্রিল, ২০১৮, ০৭:৫৭:৩৮ সন্ধ্যা
সকাল হলে সবাই দেখতে গেল। আনু মিয়াও গিয়েছিল। আইল্যান্ড এর উপর শুয়েছিল চোরটা। রাতে চুরি করতে গিয়ে ধাওয়া খেয়ে মাঝ রাস্তায়। সেখানেই ধপাধপ কোপ। পুরো শরীরে কোপের চিহ্ণ। রক্ত গড়িয়ে সূর্যের আলোতে শুকিয়ে যাচ্ছিল। তখনো প্রাণ ছিল লোকটার। কাতরাতে কাতরাতে মুখ দিয়ে বাতাসের সাথে যে শব্দটা বের হয়ে আসছিল সেটা পানি, পানি।
সবার ক্ষোভ আর ঘৃণার মাঝে পানিটা বাষ্প হয়ে উড়ে গেল। পুলিশ আসার অপেক্ষায়। আনু মিয়ার একবার মনে হয়েছিল রাস্তার পাশের দোকান থেকে চেয়ে নিয়ে হলেও একটু পানি খাওয়ার ব্যাবস্থা করবে। মনে জড়তা রেখে সেও চলে গেল তার গন্তব্যে। পরে শুনেছিল সেখানেই মারা গেছে। তীব্র অনুশোচনা হয়েছিল আনু মিয়ার। একজন মৃত্যুপথযাত্রীকে সে একটু পানি এগিয়ে দিতে পারলনা। সেই থেকে সে মনে মনে শপথ করে রেখেছে কারো উপকার করার উপায় থাকলে আর ফিরে আসবেনা।
সন্ধ্যো হয়ে এলো। আলো সরে যাচ্ছে। মাগরীবের আযান হল একটু আগেই। কাজ শেষে বাড়ি ফিরছিল আনু মিয়া। পথে পড়ে আছে ওয়ালেটটা। আহা বেচারা, যে হারিয়েছে নিশ্চয় চিন্তিত কোথায় হারাল ভেবে। ভেতরে যদি কোন ঠিকানা লেখা থাকে তাহলে যোগাযোগ করে দিয়ে দেয়া যাবে।
উপুড় হয়ে তুলতে গিয়ে সরে গেল ওয়ালেটটা। তখনো যে বুঝতে পারেনি। আবার তুলতে গিয়ে এবারও সরে গেল। এবার আর বুঝতে বাকি নেই। অন্ধকারে একদল হাসির শব্দ নিয়ে হেঁটে চলে যায় আনু মিয়া। আর ভাবতে থাকে ছিঃ ছিঃ ছিঃ উপকার করতে গিয়ে চোরের অপবাদটাই না লাগে।
বিষয়: বিবিধ
৬৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন