- তুমি বৃষ্টিতে ভিজনা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ মে, ২০১৮, ০২:২৪:২০ দুপুর
তোমাদের ছাদে ভোর
রোদ ছিল
সেলোয়ার কামিজটা
দোলছিল।
রেলিংয়ে বসে কাক
ভাবছিল
ভাবনায় কিজানি কি
চালছিল।
আকাশে কিছু মেঘ
ভাসছিল
মেঘগুলো ধীরে জমাট
বাঁধছিল।
যেন তার ঝগড়ার
শখ ছিল
গুড়গাড় গর্জনের
ভাব ছিল।
আমাদের চালের টিন
তাপছিল
বৃষ্টিটা আসি আসি
ভাবছিল।
হাওয়াটা ঘুরে বেশ
যাচ্ছিল
গরমের ভাবটাও
কাটছিল।
রোদটাও যাবে যাবে
চাইছিল
সেলোয়ার কামিজটা
ভিজছিল।
নোটবুকে সুরজিৎ
গাইছিল
শুনতে বেশ ভালো
লাগছিল।
" তুমি বৃষ্টিতে ভিজনা ঠান্ডা লেগে যাবে
পাগল হলে নাকি আমার কি হবে? "
বিষয়: বিবিধ
৫৩৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই মূহুর্তে ভাবনা ছাড়(এন)
মন্তব্য করতে লগইন করুন