কোটার হাওয়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ এপ্রিল, ২০১৮, ০৭:০৪:৪৩ সন্ধ্যা
কোটার ভারে টলছে গদি ফুসছে জনগণ
নির্বাচনের হাওয়া এলো কী হবে এখন।
রাজাকারের বাচ্চা বলে দিচ্ছ যে গালি
ভোটের শেষে দেখবে এসে বাকশোটা খালি।
হুমকি ধমকি কাজ হবেনা মুখটারে সামলাও
ছাত্র সমাজ ভয় করেনা বুলেট ও মামালাও।
বুদ্ধিজীবি যাচ্ছে কেনা সাংবাদিকের দল
টকশোতে চলছেনা আর তথ্য ঘোলা জল।
চাইছিনা আর বলতে কিছু বুঝে নিলে হয়
গণজোয়ার সৃষ্টি হলে গদি কী আর রয়।
আয় ছেলেরা আয় মেয়েরা আয়রো তোরা আয়
বৈষম্যের গাছ উপড়ে ফেলে দেশটারে সাঁজায়।
বিষয়: বিবিধ
৪৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন