সাবিতা ভাবিটা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ এপ্রিল, ২০১৮, ০৩:৪৯:৪৬ দুপুর
সাবিতা ভাবিটা দুষ্টুর নাভিটা
হাটে হনহন
পাড়ার পোলাপান সিনায় দিয়ে টান
ঘুরে ভনভন।
স্বাজে আহারে চুলের বাহারে
ঠোটকোনে তিল
তাকায় আড়চোখে ধুকধুক করে বুকে
কেড়ে নিয়ে দিল।
রিকশায় বসে একা চাহনি নেকানেকা
যায় কোথায় রোজ
পোলাপান চিন্তায় ভেবে যায় দিনটাই
নিতে গিয়ে খোঁজ।
ওয়েদার হট করে পোলাপান জট করে
হয়ে গেল হাওয়া
হায়হায় গেল কই হৈহৈ রৈরৈ
বন্ধ নাওয়া খাওয়া।
ফিরে আসো সাবিতা আমাদের ভাবিটা
উসখুস মনে
পাড়ার পোলাপান হতাশার গায় গান
তাকিয়ে গগনে।
বিষয়: বিবিধ
৬২৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
.
যদি শুধু এইটুকু বলে দিতো আজ পর্য্যন্ত কতজন সোনার ছেলের বিছানা গরম করেছিল
মন্তব্য করতে লগইন করুন