বিষণ্ণতা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ এপ্রিল, ২০১৮, ০৪:০৮:২০ রাত



বিষণ্ণতার দিনগুলো পুষে রাখে হৃদয়। ভাল লাগে ঠিক নয় তবে হারাতে চায়না। দেয়ালের যে টিকটিকিটা শিকার ধরে আছে ছোট পোকাটার দিকে সে জানেনা বিষণ্ণতা কাকে বলে। হৃদয় তাকেও বলেনি এসব কথা কোনদিন। এটার অধিকারও সে কাওকে দিতে রাজি নয়। কেউ শুনবে, কেউ জানবে এটা চায়না হৃদয়।

শুক্রবার ছুটির দিন বলে বৃহষ্পতি রাতটা স্বাধীন। রাত যতই গভীর হবে মাদকতা বাড়তে থাকে চিন্তার ভেতর। যে মশাটা এই মাত্র কামড়ে গেল মৃত্যু অনিবার্য ছিল তার। একটুু কৌশলে ডান হাতে চড় বসিয়ে দিলেই ট্রাকের নিচে বেড়াল থেতলে যাবার মতো মরে যেত। এমন মধুুর বৃহষ্পতি রাতে এমন করুণ দৃশ্যটা দেখতে মন চাইলনা।

এমনই এক বৃহষ্পতি রাতে রিং পড়েছিল মোবাইলে। সেই পুরোনো রিংটোনগুলো এখনো ভাল লাগে হৃদয়ের। একটা রিংটোনও মানুষকে ঘুরিয়ে আনতে পারে শৈশব, কৈশর বা স্মৃতিময় কোন সময়।

" - হ্যালো

= হুম

- কেমন আছ?

= ভাল। কার নাম্বার এটা?

- মামার। মামা এসছে আজ। শুনো, চুরি করে ফোন করেছি, বেশী কথা বলা যাবেনা, ধরা খেয়ে যাব। কাল আসতে পারবে?

= কোথায়?

- বিউটি পার্লারে

= সেখানে আমি কেন? মেয়েদের বিউটি পার্লারে তো ছেলেদের প্রবেশ নিষেধ।

- তোমাকে প্রবেশ করতে কে বলেছে? তুমি থাকবে মার্কেটে নিচের তলায়, সেতু চুল কাটাবে, সেই সময়টা আমরা দেখা করব। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে।

= না আসলে হয়না?

- কেন? তোমার কী বিশেষ কোন জরুরী কাজ আছে? আসতে পারবেনা?

=না, জরুরী কোন কাজ নেই। তবে চাচ্ছিনা তোমার ছোট বোনটার মুখোমুখী হতে। সে আমাকে পছন্দ করেনা। আমার দিকে ওর তাকানো ভঙ্গিটায় একটা তাচ্ছিল্য ভাব থাকে। ভাবটা এমন যে, আমি তোমাকে কোন মিথ্যে আজুহাতে মোহগ্রস্থ করে রেখেছি, তুমি সেটা বুঝতে পারছনা তায় তোমার উপর ওর খুুব রাগ আর আমার প্রতি ঘৃণা। আমাকে কেউ ঘৃণা করবে সেটা আমি সহ্য করতে পারিনা।

- কী'যে সব বলনা, মাথা মুন্ডু কিছুই বুঝিনা। ও যেটা ভাবার ভাবুক, বিষয়টা আমার পার্সোনাল। ও কিভাবে তাকালো সেভাবেতো আমি চলতে পারবনা। তুমি কাল আসছো সেটাই ফাইনাল। রাখছি।"

দেখাটা সেদিন হয়েছিল। তারপরে আরো অনেকবার। শেষবারের পর আর নয়। 'রাত্রি'র এখন আর সকাল দেখতে ইচ্ছে হয়না।

বিষয়: বিবিধ

৫৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File