=- কষ্ট -=

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ এপ্রিল, ২০১৮, ০১:৪০:৪০ রাত

আমার কেবল কষ্ট বাড়ে

সুখে বাড়ে, দুঃখে বাড়ে

আলোতে এবং অন্ধকারে

আমার কেবল কষ্ট বাড়ে।

ভাল থাকা হয়না আমার

মন্দে থাকি তাও নয়

সুখে থাকা হয়না আমার

অসুখে! তাও নয়।

ঘুম আসেনা একলা কাটে রুদ্ধ দ্বারে

আমার কেবল কষ্ট বাড়ে।

ভাল আমার লাগেনা ভাল

মন্দ আমার লাগেনা মন্দ

সাদাকে সাদা, কালোকে কালো

কোথাও নেই যেন ছন্দ।

এভাবে কী জীবন চলতে পারে?

আমার কেবল কষ্ট বাড়ে।

আমার কেবল কষ্ট বাড়ে

অর্থ কষ্ট, ব্যার্থ কষ্ট

বুকের ব্যাথা আরকী ছাড়ে

কলকব্জায় হচ্ছি নষ্ট।

এসব কথা বলব কাকে, বুঝাবো কারে

আমার কেবল কষ্ট বাড়ে, কষ্ট বাড়ে।

বিষয়: বিবিধ

৬১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File