কোটার ফাঁদ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ এপ্রিল, ২০১৮, ০৫:১৩:৩৮ বিকাল
দাদা নানার মুক্তিযুদ্ধ
নাতি পুতির কোটা
লাজ শরমের বালাই নাই
যতই মারো খোটা।
অযোগ্যতায় যায় আসেনা
কোটা সবার আগে
ভাগে একটু কম হলে
চেতনায় টান লাগে।
দাদা নানায় স্বাধীন করল
আহা বেশ বেশ
নাতি পুতির কোটায় বন্দী
স্বাধীন বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৭০০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন