রুমালের ভাজে

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৯ মার্চ, ২০১৮, ০৪:৪৯:০৩ রাত

ভাল তো বেসেছিলাম চাঁদকে

স্বাক্ষীও রেখেছিলাম রাতকে

ফস্কা গেরো ছুটে যায় বেকারের

অনিচ্ছায় মেনে নেয় ফাঁদকে।

কালওতো ভাল ছিলাম, আজকে

ইট চাপা থেতলে যাওয়া ঝাঁঝকে

রাত নেই দিন নেই বেকারের

ঘাম এবং সয়ে যায় লাজকে।

সকাল দুপুর মানিয়ে যায় সাঁজকে

পার করে ভাবতে বসে আজকে

মোহগুলো ঝেকে বসে বেকারের

খুলে দেখে রুমালের ভাজকে।

বিষয়: বিবিধ

৬৬৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385037
২৯ মার্চ ২০১৮ রাত ১১:০৫
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
৩০ মার্চ ২০১৮ বিকাল ০৪:৪৫
317519
বাকপ্রবাস লিখেছেন : শ্রদ্ধা রইল আপু
385060
০২ এপ্রিল ২০১৮ সন্ধ্যা ০৭:১৯
আবু আশফাক লিখেছেন : দারুণ!!
০৩ এপ্রিল ২০১৮ সকাল ১০:৪৯
317531
বাকপ্রবাস লিখেছেন : কুপ করে দন্যবাদ জান বেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File