দুই সমাচার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ মার্চ, ২০১৮, ০৫:৪৪:০৪ বিকাল
দুই সংখ্যাটা একের কাছাকাছি হলেও নাম্বার শব্দযোগে সেটার মান শুধু তলানিতে গিয়ে ঠেকে তা নয়, তার প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও যোগ হয়ে যায়। মিথ্যা, শঠতার আশ্রয় বহন করলে আমরা বলি দুই নাম্বার।
দুই যখন সংখ্যায়
একের পরে ঠাঁই
দুই যখন শঠতায়
ধ্যুর ধ্যুর ছাই।
দুই যখন বিজয়ে
দুই আঙ্গুলে ভি
দুই নাম্বার মিথ্যাবাদীর
করি ছি ছি ছি।
সব দুই এক নয়
কিছু দুই আছে
সমাজের শান্তিটা
মাথায় তুলে নাচে।
বিষয়: বিবিধ
৬০৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন