*-*-*- ঘোর-*-*-*-
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১০ মার্চ, ২০১৮, ০২:৩৭:৩৬ দুপুর
ফুল ফুটবে পাখি গাইবে
তুমি চাইবে চল ভাল থাকি
আমি কাব্য লিখে ভাববো
ভাল থেকো দিয়ে ফাঁকি।
চাঁদের আলো লাগে ভাল
তুমি বললে চল চাঁদে যাই
আমি হাসব হেসে কাশব
এতো প্রেম ভাবা যায়?
ঘোর কাটলে তুমি হাঁটলে
শুধু বললে ভাল থেকো
আমি দেখলাম চেয়ে দেখলাম
আর ভাবলাম মনে রেখো।
Click this link
বিষয়: বিবিধ
৫৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন