দেখছ যা তা না
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ মার্চ, ২০১৮, ০১:৪৭:০১ দুপুর
কেউ চায় বাঁচতে
কেউ চায় নাচতে
কার পেটে ভাত আছে
বল দেখি ভাস্তে।
কেউ চায় সংসার
কেউ সেজে সং আর
কার গুনে বেচারা
দিনে দুই ডং খার?
কেউ চায় ভাগতে
কেউ চায় থাকতে
কোনটা টেকসই
সংসার পাততে?
কে চায় ফাঁসতে
সবাইতো হাসতে
চোখ, কান খোলা রেখে
বুঝে চল ভাস্তে।
বিষয়: বিবিধ
৬০৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন