শূণ্যের হি‌সেব

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৬ মার্চ, ২০১৮, ০২:১৬:৩২ দুপুর

চাওয়া পাওয়ার শেষ থা‌কেনা

চল‌বে তাহা আ‌জীবন

এটা পে‌লে ওটা চাই

এমনই তা পা‌জি মন।

ফু‌রি‌য়ে গে‌লে আর থা‌কেনা

বস্তু, চিন্তার উ‌পযোগ

দু‌নিয়াদা‌রী আর কিছু নয়

ভো‌গের শে‌ষে উপ‌ভোগ।

আ‌ক্ষে‌পের আর শেষ থা‌কেনা

ফস‌কে গে‌লে সু‌যোগে

খু‌শির বন্যা ব‌য়ে যায়

পে‌লে কিছু হু‌যো‌গে।

যা মি‌লে‌ছে তৃপ্তি ভ‌রে

পুষে রা‌খে স্মর‌ণে

স্বার্থক তার ইহ জীবন

দ্বীধা শূণ্য মর‌নে।

বিষয়: বিবিধ

৫১৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File