=- অসময় -=

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১১:৪০ দুপুর

রয়েসয়ে বলছি কথা

লাগছে তবু ভয়

সময়টাযে একপাক্ষিক

দ্বিপাক্ষিক নয়।

বলছে যারা আবোলতাবোল

শুনতে যখন বাধ্য

তাদের মুখে কুলুপ দেয়া

নাইতো কারো সাধ্য।

গোলেমালে যাচ্ছে চলে

ঢিলাঢালা ভাব

ঘুরলে মাথা খাচ্ছি কিনে

কচিকাচা ডাব।

বলছিনা আর তেমন কিছু

কাটছেনা আর ভয়

সময়টাযে গোলমেলে

বলার সময় নয়।

বিষয়: বিবিধ

৬৯৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384833
১৯ ফেব্রুয়ারি ২০১৮ দুপুর ০৩:৩৩
আবু জারীর লিখেছেন :
বললে বেশী পাবে হাসি
তাইত বলা বন্ধ
বলার চেয়ে নাবলা ভালো
হলে কথা মন্দ।
২০ ফেব্রুয়ারি ২০১৮ সকাল ১১:৩১
317393
বাকপ্রবাস লিখেছেন : রইছি তায় চুপ
গন্ধ ভয়ের ধূপ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File