একটা প্রেমের ছড়া
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫৯:৫৫ বিকাল
প্রেমের ছড়া লিখতে পারি যদি
একটু হাসো প্রিয়তমা নদী।
ডাকবাকসো ভরিয়ে দেব খামে
লিখব চিঠি শিউলি ফুলের নামে।
প্রেমের ছড়া লিখব অহর্ণিশ
দোয়েল যদি শুনিয়ে যায় শীষ
মেঘ কিংবা বৃষ্টি যদি আসে
লিখব ছড়া শিশির যেমন ঘাসে।
প্রেমের ছড়া লিখব আমি প্রিয়া
প্রীতি নিও বিভলা মন দিয়া
ঊর্মিমালায় চন্দ্রিকা রাত্রী এসে
লিখব ছড়া তোমায় ভালবেসে।
-----------------------------------
নদী, শিউলি, দোয়েল, মেঘ, বৃষ্টি, শিশির, প্রিয়া, বিভলা, দিয়া, ঊর্মিমালা, রাত্রীরা ভালবাসা নিও।
বিষয়: বিবিধ
৭২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন