ফাগুন ছাড়েনা আমায়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:০২:১৪ দুপুর
মাসটা ফাগুন বলেই নয় এমনিতেই মনে হয় ফাগুন শেষ হয়না আমার।চরম অবহেলা, দারিদ্রতা, দুশ্চিন্তা, হায়-হুতাস ইত্যাদির ভার ছুড়ে দিয়ে ফাগুন চলে আসে মনে। বয়স বাড়েনা আমার। কেউ কেউ ফিরে যেতে চায় ছেলেবেলায় আমার তেমন মনে হয়না। আমি ফিরে যাইনা তবে থেকে যাই। কোথায় থেকে যাই সেই সময়টা হিসেব করা হয়নি তবে সেটা চব্বিশ থেকে ত্রিশেই ঘুরপাক খায় সেটা বুঝতে পারি। পেপার পত্রিকা বা ফেইসবুকের কোন একটা ছবি বা বয়েস এর দিকে তাকায়। ভদ্রলোক আপদ বিপদে আছেন, সুশ্রী, দাড়ি, পাঞ্জাবি, মধ্য বয়সের কাছাকাছি। বয়সটা খেয়াল করি।যখন দেখি আমার চাইতে ন্যুনতম ৬/৭ বছর কম তখন হাসি পায়। কবে আমি তার সমান হব? বয়সতো বাড়ছেইনা কোনভাবে। আমি তখন রাত জেগে আড্ডা দিচ্ছি ২২/২৪ বছরের কোন ছেলের সাথে যেন সহপাঠি। মুরুব্বীরা হেঁটে গেলে সালাম ঠুকছি যেন সেই দিনের ছেলেটা। জীবন যাপন নিয়ে দু'চারটা যে হিসেব নিকেশ চলে তাও প্ল্যান প্রোগ্রাম। এটা করব সেটা করব ইত্যাদি। যেন সবে মাত্র শুরু।বয়স বাড়ছেনা বলেই সেই হিসেব নিকেশ। অন্যথা হলে হয়তো ভাবতে হতো জীবনতো গেল কিছুই হলনা। কন্যাকে যখন দুষ্টু ছড়া শুনাই ইমুতে সে বলে লিখে পাঠাও।
''আমি দেব সকাল বেলা ফাঁকি
সবার পরে উঠব জেগে দিয়ে বড় ঝাকি।
আদেশ করেন যাহা মোর গুরু জনে
কে শুনে কার কথা ঘুরি বনে বনে।
পড়ালেখা ফাঁকি দিয়ে ঘুমিয়ে থাকব সুখে
মা বলবে পড়তে বস, বলব ব্যাথা বুকে।''
সে আবার পড়ে শুনায় আমাকে। তখনো আমার বয়স বাড়েনা। ফাগুন ছাড়েনা আমাকে, আমিও থেকে যাই ফাগুনে।
বিষয়: বিবিধ
৫৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন