ফাস বলে কিছু নেই
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৪৪:০৫ দুপুর
প্রশ্ন ফাস আর হবেনা কেউ দিলনা কথা
মন্ত্রী বলে আগে থেকেই চলছে এমন প্রথা।
শিক্ষা সচিব বলল হেসে বদলাবে সে ধরন
এমন প্রশ্ন করবে এবার অন্য রকম গড়ন।
এটা সেটা কাজ হলনা চলছে ফাসের খেলা
কোথাও কোন ক্লু পেলনা কোনসে ফাসের চেলা।
প্রধানমন্ত্রী পিঠ চাপড়ে দিচ্ছে বলে সাবাস
শিক্ষামন্ত্রী ফাসের উপর নোবেল পাবার আভাস।
ভাবটা এমন আর কিছু নয় রাজনীতিরই দ্বন্দে
নিন্দুকেরাই কুৎসা রটায় ফাস হয়েছে ছন্দে।
চলছে যেমন চলবে তেমন জ্বলছে যাদের জ্বলবেই
বালিতে উট গুঁজায় মুখ ফাসের ফলন ফলবেই।
বিষয়: বিবিধ
৫৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তার মতে এই সময়ের মধ্যে প্রশ্নের উত্তর বের করে, তা মুখস্থ করে পরিক্ষার খাতায় লিখবে, এমন ট্যালেন্টেড এখনও জন্মায় নাই।
তার এই বক্তব্যে এটাই পরিস্ফুটিত যে, প্রশ্ন ফাঁস হওয়া কোনো ব্যপার নয়।
এরপর উনি বলছেন, এই ফাঁসের ব্যাপারে মন্ত্রী বা সচিবের করণীয় কিছু নেই!
সব শেষে উনি বলেছেন, যারা প্রশ্ন ফাঁস করে তাদের ধরতে। তাহলে, ওনার বা সরকারের করনীয় কি শুধুমাত্র বিরোধীদল দমন করে ক্ষমতা চীরস্থায়ী করা??
মন্তব্য করতে লগইন করুন