বর্ণমালার ছড়া -১০

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:১৫:১৮ বিকাল



স তে সূর্য

দেয় তাপ, আলো

ভিটামিন ডি দেয়

জেনে রাখা ভালো।

হ তে হাতি

কলা গাছ পেলে

আস্ত মুখে পুরে দেয়

শুঁড় দিয়ে ঠেলে।

ড় তে ঘুড়ি

লাল, নীল, সাদা

উড়ে বেড়ায় আকাশে

নাটাই, সুতোয় বাঁধা।

ঢ় তে ঝড়

আসল প্রবল বেগে

কাঁপল ভয়ে পাখির ছানা

মা রইল জেগে।

য় তে গয়না

পরে গলার হার

পুতুল সোনার বিয়ে

লাল শাড়ির পাড়।

বিষয়: বিবিধ

৫৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File