*!*!*!*!*!To Let*!*!*!*!*!
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:০৩:১৭ রাত
আশেপাশে সয়লাব পরমের হয়না
চরমে মেজাজটা তায় কথা কয়না।
সুরেশের কী আছে! কেন তার গোটা দুই
গপ্পটা শুনে এসে হার্ট ভিজে চুইচুই।
ওপাড়ার লাবুটা যে কিনা তোতলায়
হাত ধরে ঘুরে এল খেয়েছিল মোগলায়।
শুনে কি আর ভাল লাগে মন করে আনচান
রাত জেগে লিখে ফেলে গোটা দুই চিঠিখান।
হাত কাঁপে বুক কাঁপে অর্পিতা শুনে যাও
চিঠিখানা লিখেছিলাম যদি তুমি সাড়া দাও।
হেসে বলে ঠিক আছে তবে আছে কিন্তু
বয় ফ্র্যান্ড আছে তার নামটা যে মিন্টু।
লজ্বায় লাল হয়ে সরি বলে চুপচাপ
হতাশার পাইপলাইন জল পড়ে টুপটাপ।
আশাটা ছেড়ে দিয়ে একাএকা হাঁটছিল
ঝাপসা চোখে ভাসে সুলেখা হায় দিল।
কিভাযে কেটে গেল একে একে মাস ছয়
মাঝে প্রেম চিড় ধরে মাঝে আবার দৃঢ় হয়।
বছরটা না যেতে টা টা বাই বাই
সুলেখার বিয়েতে 'টু লেট' হল তায়।
বিষয়: বিবিধ
৫৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন