পড়তে বসে কান্না শেষে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫৭:৫১ দুপুর
টুম্পা যখন পড়তে বসে
আম্মু বলে আর না
ঢের হয়েছে পড়েলেখা
এবার একটু ছাড় না।
বাংলা বই শেষ করেছে
অংকটা যে বাকী
ইংরেজীটা ছেড়ে দিলে
হবে ভীষণ ফাঁকি।
সমাজ আছে বিজ্ঞান আছে
আছে আরো ধর্ম
পড়ালেখা সবার আগে
পরে অন্য কর্ম।
আপু আসে তেড়ে!
আমার বই কে ছিড়েছে
নিল যে সব কেড়ে।
ভাইয়া বলে খেলবি আয়
আব্বু বলে থাকনা
টুম্পা তখন রেগে আগুন
জুড়ে দিয়ে কান্না।
বিষয়: বিবিধ
৫৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন