বর্ণমালার ছড়া -৭
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:১৩:৪৩ সকাল
ত তে তাল
পিঠা বানায় মা
গরম স্বাদের তালের পিঠার
নাইতো তুলনা।
থ তে থলে
থলের ভেতর কী?
বাবা বলে খুলে দেখ
বাজার এনেছি।
দ তে দূরবীন
চোখের সামনে ধর
দূরকে কাছে আনে
ছোটকে দেখায় বড়।
ধ তে ধান
কৃষক ফলায় মাঠে
সন্ধ্যে হলে চল এবার
মন দিই পাঠে।
ন তে নৌকা
পাল তুলে যায়
দাঁড় টেনে পাল তুলে
মাঝি গান গায়।
বিষয়: বিবিধ
৫৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন