ঘুরেফিরে সবই এক
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ জানুয়ারি, ২০১৮, ০৩:৪৩:৩৫ দুপুর
সামর্থ বলতে কিছু অন্ত্যমিল
আর এমন কিছু ছিলনা আকৃষ্ট করার
বুকে চেপে ধরার দৃশ্য দেখে আমি হতবাক
এসবরেও মূল্য আছে! শিহরণ দিয়ে ওঠে মন,মগজ
আমি আরো তলিয়ে যাই, ঘোরের ভেতর
হাত কাঁপে, পা কাঁপে, পুরো শরীর
স্পর্ধাও বেড়ে চলে সমান তালে
'' তেমার এখন বাজার ভালো
সবার চোখে
সবার মনে
সবার মুখে তোমার আলো।
তোমার এখন বাজার ভালো।।
কিংবা
'' তোমাকে সবাই করে ধর্ষণ
আমি করি দর্শন
তোমার কাছে দু'টোরই অর্থ এক
কেননা তুমি ধর্ষিতা।''
কোন এক কাজিন এসবের মর্ম
উদ্ধার করে দিয়েছিল তাকে
এর চাইতে নারীত্বের অপমান আর হয়না, তাই
পুটলি বেঁধে নিয়ে এসেছিল আমার কাছে
এগুলোর ভার বা দায়িত্ব সে নেবেনা
আমি বলেছিলাম, ওগুলো ফেলে দিও
যেমন করে আমাকে.....
এর পরের কাব্যগুলো আর ঠিকানা খুঁজে পায়নি
'' তোমাকে সবাই চায়
আমিও তায়
তোমার কাছে সবই এক
কেবল শরীরটায়।''
বিষয়: বিবিধ
৫৬২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন