বর্ণমালার ছড়া - ৫
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ৩০ জানুয়ারি, ২০১৮, ০১:১৯:০২ দুপুর
চ তে চালতা
আচার খেতে বেশ
বৈয়াম নিয়ে বসে পড়
নিমিষেই শেষ।
ছ তে ছাতি
রোদ, বৃষ্টির জল
বার মাস ঠেকায় মাথা
দাদুর হাতের বল।
জ তে জবা
ফোটে ফুল রোজ
কালি পূজো দেবে মাসি
নেয় তায় খোঁজ।
ঝ তে ঝড়
বৈশাখ জৈষ্ঠ মাসে
পথ-ঘাট, খাল-বিল
হাঁটু জলে ভাসে।
ঞ তে মিঞ
বিড়াল ডাকে আয়
ইঁদুর বলে না না বাপু
খেয়ে কাজ নাই।
বিষয়: বিবিধ
৫৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন