বর্ণমালার ছড়া - ৩
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ জানুয়ারি, ২০১৮, ১০:৫৬:০৪ সকাল
এ তে একতারা
বাউল এর গান
সুরের মূর্ছনায়
জুড়ায় মন প্রাণ।
ঐ তে ঐরাবত
কলা গাছ খায়
ঐরাবতে চড়ে রাজা
শিকারে যায়।
ও তে ওল
আগাম চাষ করে
কৃষকের মুখে হাসি
বেঁচে দাম ধরে।
ঔ তে ঔষধ
নিয়ম করে খাও
সেরে যাবে জ্বর
মাথা ব্যথা তাও।
বিষয়: বিবিধ
৫৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন