উচ্চ শিক্ষা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৪ জানুয়ারি, ২০১৮, ০৫:৪৬:২৪ বিকাল
শিক্ষালয়ে কলম আছে আরো আছে রাজনীতি
ছাত্রনেতার চাল চলনে জনমনে ভয়ভীতি।
শিক্ষালয়ে খাতা আছে আরো আছে ইয়াবা
ছাত্রনেতা পদ ছাড়েনা মাঝ বয়েসি দিয়ার 'বা'।
শিক্ষালয়ে শিক্ষা আছে আরো আছে অস্ত্রটা
নারী নেত্রীর টানাটানি সাধারণ ছাত্রীর বস্ত্রটা।
শিক্ষালয়ে শিক্ষক আছে ভাল যেমন পড়ানও
লিভ টুগেদার, পরকীয়ায় কিছু আবার জড়ানও।
শিক্ষালয়ে চক আছে আরো আছে ডাষ্টার
কেউ বুঝে ধীরে আবার কেউ আছে ফাষ্টার।
শিক্ষালয়ে শিক্ষা ছাড়া আরো যেসব চলছে
কুশিক্ষাটা বন্ধ হোক জিম্মি জাতি বলছে।
বিষয়: বিবিধ
৫৮৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন