=-পাগল-=

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২২ জানুয়ারি, ২০১৮, ০৫:৪৩:৪০ বিকাল



পাগল তিনি হাসেন শুধু পাগল বলেই কাঁদেন

পাগল বলেই পাগলামিতে সুরে গান বাঁধেন।

পাগল বলে নাই ঠিকানা কখন কোথায় থাকে

চলতে ফিরতে নাই ভ্রুক্ষেপ হারায় ভিড়ের ফাঁকে।

পাগল তিনি নাওয়া খাওয়ার নাইযে নিয়ম রীতি

নাই কোন তার বাছ-বিচারে স্বাদ, আহ্লাদ, প্রীতি।

পাগল বলে নাই পরিবার, রাষ্ট্র কিংবা সমাজ

পাগল হলে মুক্ত স্বাধীন পুজো অর্চনা, নমাজ।

পাগল তিনি হিংসা, দ্বেষ নাইযে কিছু তার

ঝগড়াঝাটি মান অভিমান হয়না মুখ ভার।

পাগল হলে পাগল বলে হেলা করা যায়

তার মতো সহজ সরল মানুষ মেলা দায়।

বিষয়: বিবিধ

৪৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File