চল নামি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২১ জানুয়ারি, ২০১৮, ০৩:৩০:২৫ রাত

তুমিও ভেবে দেখো আমিও ভাববো

হাটুজল নাম যদি এক হাত নামবো।।

রেখে দেবো চুমোটা শত প্রলোভনে

সূর্যটা ডোবার আগে পশ্চিম গগনে

তোমাকেই দেবো, কেবল তোমাকে

দিব্যি দিয়ে বলি প্রবল প্রমাতে।

তুমিও ভেবে দেখো আমিও ভাববো

হাটুজল নামো যদি কোমরজল নামবো।।

দ্বিধাহীন অপক্ষায় শুষ্ক মরুতে

পলক সরিয়ে নেবো বুভুক্ষু উরুতে

ছুড়ে ফেলে দ্বিধাদ্বন্দ্ব দেবে নাকি পাড়ি

নোঙ্গর তুলে নেব ডিঙ্গি নৌকাটা ছাড়ি।

কোমারজল নাম যদি একবুক নামবো

তুমিও ভেবে দেখো আমিও ভাববো।।

বিষয়: বিবিধ

৬৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File