টুম্পার সৌরযাত্রা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৮ জানুয়ারি, ২০১৮, ০২:২৮:১৬ রাত
*!*¡*!*¡*!*¡*!*¡*!*¡*!
পৃথিবীটা ঘুরবে যদি
আমরা কেন নয়
টুম্পামণির প্রশ্ন জাগে
এমন কেন হয়?
পৃথিবীটা শূণ্যে যদি
ভাসছে কেমন করে
তারতো নেই পা ও পাখা
যায়না কেন পড়ে?
কোথায় গেলে প্রশ্ন গুলোর
জবাব খুঁজে পাবে
ভাবছে এবার টুম্পামণি
সৌরজগৎ যাবে।
বিষয়: বিবিধ
৪৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন