লেজ বিভ্রাট
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জানুয়ারি, ২০১৮, ০৫:১৬:১৪ বিকাল
বিড়ালটাযে ঘুমিয়ে ছিল
লেজটা ছিল জেগে
ঘুমের মাঝে এদিক সেদিক
নড়ছে প্রবল বেগে।
ইঁদুর এসে কামড়ে দিল
লেজের আগা ধরে
ধরফড়িয়ে উঠল বিড়াল
নাচল সারা ঘরে।
ইঁদুরটাযে হেসেই খুন
আলমারিটার নিচে
দেখে বিড়াল ছুটল এবার
সেই ইঁদুরের পিছে।
এঘর থেকে ওঘরে যায়
চলছে লুেকোচুরি
ধরতে পারলে আস্ত খাবে
মুন্ডু নাড়ি ভূড়ি।
ক্লান্ত বিড়াল ঘুম পেয়েছে
লেজটা রাখে গুজে
ঠিকই ইঁদুর কামড়ে দিল
লেজের আগা খুঁজে।
বিষয়: বিবিধ
৫১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন