খোকার ভাবনা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ জানুয়ারি, ২০১৮, ১২:১০:২৪ দুপুর



গুলতি হাতে ভাবছে খোকা

কোথায় পাখির ঝাঁক

ভাবছে আবার ঠিক হবেনা

থাকনা তবে থাক।

যে পাখিটা আঘাত পেয়ে

লুটিয়ে পড়বে ঘাসে

ঘরে যদি বাচ্চা কাঁদে

'মা' যে, কখন আসে?

রাত্রিজুড়ে কান্না করে

ঘুমিয়ে পড়বে আবার

কে জুটাবে বাচ্চাগুলোর

খিদের মুখে খাবার!

গুলতি রেখে ভাবল খোকা

তুলি নেয়া যাক

আঁকবে আকাশ, পাহাড়, নদী

মুক্ত পাখির ঝাঁক।

বিষয়: বিবিধ

৬১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File