কার চেয়ে কে দামী
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ জানুয়ারি, ২০১৮, ০৩:১৪:৪০ রাত
তাকে পেলে সংসার হতো
তাকে ছাাড়া কবিতা
কার চেয়ে কে দামী
প্রেম নাকি ভনিতা।
তাকে পেলে সকাল হতো
সন্ধ্যা হতো আগের মতো
তাকে ছাড়া রাত হয়
বেহিসাবি অসংযত।
তাকে পেলে জীবন হতো
কিংবা অন্য কিছু
তাকে ছাড়া ছন্দ লেগে
আছে আমার পিছু।
বিষয়: বিবিধ
৬০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন