=-=বিদায়=-=

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ ডিসেম্বর, ২০১৭, ১২:৫০:৫৯ রাত



সময় বয়ে যায় স্মৃতিরা রয়ে যায়

হৃদয় ক্ষয়ে যায়, যায় যদি দূরে

হাত ছেড়ে তায় সম্পর্কের দায়

হৃদয় মোচড় খায় বেদনার সূরে।

না যেয়োনা বলাতো যায়না

যেতে দিতে হয়

না ভূলনা, বলাতো যায়

ভূলে যেতে হয়।

নদী বয়ে যায়, তীর ক্ষয়ে যায়

পাড় ভেঙ্গে তোলপাড়

অভাগার সয়ে যায়, আবার ফিরে চায়

নদীর কূল তার।

না চেয়োনা, ফিরে চেয়োনা

যেতে যেতে আবার

আখীর জলছাপ, বাড়ায় মনস্তাপ

আবার ফিরে পাবার।

---------------

উৎসর্গ : @সাইদ মেরাজ ভাই

বিষয়: বিবিধ

৫৬৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384603
২৬ ডিসেম্বর ২০১৭ দুপুর ০২:৩৬
আবু জারীর লিখেছেন : তার জন্য শুভ কামনা।
২৬ ডিসেম্বর ২০১৭ বিকাল ০৫:২৪
317227
বাকপ্রবাস লিখেছেন : Good Luck Good Luck Good Luck ভারাক্রান্ত মন যাবার নিউজ টা শুনে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File