এক যে ছিল ষাড়
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ ডিসেম্বর, ২০১৭, ০৯:১১:২৩ রাত
একযে ছিল ষাড়
শিং ছিলনা তার।
মারতনা সে গুতা
পেলে কোন ছুতা।
লাগল দেশে যুদ্ধ
ষাড় হলো তায় ক্ষুদ্ধ।
ঘাস খাবেনা সে
যুদ্ধে যাবে যে।
যুদ্ধ হলো শেষ
ষাড় টা নিরুদ্দেশ।
অনেক দিনের পরে
ফিরল গোয়াল ঘরে।
কোথায় ছিলি বল
ঘাস খাবি চল।
বলল ষাড় নেচে
ট্রেনিং নিতে গেছে।
আসল ফিরে শেষে
স্বাধীন বাংলাদেশে।
ষাড়টা হল বোদ্ধা
নাম্বার ওয়ান যোদ্ধা।
বিষয়: বিবিধ
৬৪৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন