তালা মেরে চাবির খোঁজে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৭ ডিসেম্বর, ২০১৭, ০১:৫৪:৫৮ দুপুর
আমরা জাতি
অনিয়মকে নিয়ম করেই মানি
টানি আবার সেই নিয়মের ঘানি।
মাছের মাথা
খাওয়াই যাকে খাবার যোগ্য নয়
দশের মাথা খেয়ে সে, তবেই ক্ষান্ত হয়।
আমরা জানি
কবির ছেলে হয়না কবি, রবির ছেলে রবি
হতেও পারে অন্য কিছু, আঁকতে পারে ছবি।
তবুও যখন
নেতার ছেলে নেতা হয় বাবার সুনাম বেচে
আমরা হই মাথা নত ক্ষমতা দিই যেচে।
বিনা পুঁজির
ক্ষমতা পেলে কে খাবেনা ফাও
আগার খাবে, তলার খাবে, তাও।
আমরা জাতি
পরের মাথায় মগজ রেখে ভাবি
ঘাটেঘাটে তালা মারা কোথায় পাব চাবি?
বিষয়: বিবিধ
৫২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন