বিজয়ে জাগুক প্রাণ
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ ডিসেম্বর, ২০১৭, ০৩:০৫:০৭ দুপুর
আসল বিজয় দেশে
রুখবে দামাল কে সে?
রুদ্ধ আজও বাক
কেই বকছে ইচ্ছেমতো
কেউ ভয়ে নির্বাক।
হচ্ছে আজও গুম
নিচ্ছে কেড়ে স্বজনহারার
শান্তি চোখের ঘুম।
কমছেনাতো লুট
যাচ্ছেনা বাদ রিজার্ভ থেকে
গার্মেন্টস এর ঝুট।
মাথাপিছু আয়
বাড়ার যতো গল্প শুনি
বৈষম্য কমেনাই।
বিজয় আরো বাকী
জাগুক আবার দামাল ছেলে
সেই আশাতেই থাকি।
বিজয় আনুক দেশে
রুখবে দামাল কে সে?
বিষয়: বিবিধ
৫৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন