কেত্তালি ছড়া~৩
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৫ ডিসেম্বর, ২০১৭, ০২:২৬:০৫ রাত
*!*¡*!*¡*!*¡*!*¡*!*¡*
ছয়টা পাখি ঘূরে
কলেজ মাঠে সিটিং
কিচিরমিচির সূরে
করতে থাকে মিটিং।
ছয়টা মতের মিল
হয়না কোন দিন
ছয়টা মনের খিল
খুলতে লাগে পিন।
ছয়টা খোঁচা দিলে
ছয়টা তালা খুলে
ছয়টা পাখি মিলে
ঝগড়া বাগায় গুলে।
ঝগড়া শেষে রোজ
ছয়টা ফিরে ঘরে
হ্যালো বলে রোজ
গ্রুপ চ্যাটিং করে।
বিষয়: বিবিধ
৫১৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন