---দ্বিধা---

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৪ ডিসেম্বর, ২০১৭, ০২:৫৭:৩১ দুপুর

মাছিটা আসে উড়ে যায় দূরে ফের

পাখার শব্দে আসা যাওয়া পাই টের

মাছি যদি পাখি হতো

তবে বড় ভাল হতো

পাখিটাযে আর আসেনা সম্পর্কের জের।

কিচিরমিচির ডাকে চড়ুই বাবুই বাঁধে ঘর

ঝিকিমিকি ছড়ায় আলো নদীর বালু চর

পাখি যদি চরে এসে

বলে যেতো ভালবেসে

অসময়ে ধরা দিতে লাগে ভীষণ ডর।

বিষয়: বিবিধ

৫৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File