পড়তে বসে ঘুম আসে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১২ ডিসেম্বর, ২০১৭, ০১:৩৯:৪৯ দুপুর
পড়তে আমার ইচ্ছে করে
বসলে কেবল ঘুম আসে
মনের মধ্যে লাল নীল
রঙবেরঙ্গের রঙ ভাসে।
বাংলা পড়তে ভালই লাগে
ব্যাকরণে ভয় ধরে
অংকটাও ভুল হয়ে যায়
গুণের জায়গায় ভাগ করে।
ইংরেজীটা পরের ভাষা
পড়তে চায়না মনটা
মাই হ্যাড, কার মাথা?
গুলিয়ে খাই কোনটা?
ইতিহাসে জানার আছে
অনেক কিছু তবে
সন তারিখ মনে থাকেনা
বঙ্গভঙ্গ কবে?
বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান
মন দিয়ে পড়ি
পড়তে পড়তে ঢুলতে ঢুলতে
কেবল ঘুমিয়ে পড়ি।
শারিরীক শিক্ষা পড়তে বসে
লজ্বা লজ্বা লাগে
ক্লাসে স্যার আধেক পড়ায়
আধেক আমার ভাগে।
বাকী রইল ধর্ম, সমাজ
সেটাও পড়া হয়
পড়তে বসে ঘুমযে আসে
সেটাই এখন ভয়।
বিষয়: বিবিধ
৬০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন