-*-অলস-*-
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১১ ডিসেম্বর, ২০১৭, ১২:১০:০১ দুপুর
তিনকে যদি দুই ধরি আর
এককে ধরি তিন
অংক কি আর এই জীবনে
মিলবে কোন দিন?
মনেকে যদি ড্রোন ধরি আর
উড়ায় সারাদিন
ভিসা, টিকেট, পাসপোর্ট ছাড়া
যাওয়া যাবে চিন?
সময়কে যদি যা বলি আর
ঘুমকে বলি আয়
স্বপ্ন দেখেই গোলেমালে
জীবন ক্ষয়ে যায়।
বিষয়: বিবিধ
৫৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন