পেঁয়াজ, মুরগী ১২০

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৯ ডিসেম্বর, ২০১৭, ০১:৩৭:৪৪ দুপুর



পেঁয়াজ বলে মুরগি ভাই

তোমার আমার তফাৎ নাই

ক্রেতা এখন একশ বিশে

মুরগী, পেঁয়াজ দুটোই পায়।

মুরগী হেসে পেঁয়াজ ভাই

খুশির তোমার সীমা নাই

এক পাল্লায় উঠতে পেরে

দিচ্ছ আমায় কথার ঘায়।

ক্রেতা বলে দু'জন আয়

একসাথেই বাড়ী যাই

ঘরে বসে মেহমান

না কিনে তো উপায় নাই।

বিষয়: বিবিধ

৭৩৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384552
০৯ ডিসেম্বর ২০১৭ রাত ০৯:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পিয়াজের সূপ খান!
১০ ডিসেম্বর ২০১৭ রাত ০১:৩৮
317184
বাকপ্রবাস লিখেছেন : পেয়াজের সুপ কি রসুন দিয়া বানায়?
384555
১০ ডিসেম্বর ২০১৭ সকাল ১০:৪৩
হতভাগা লিখেছেন : পেঁয়াজ এত খান কেন ?

বড় লোকের খাবার

চিল্লাফাল্লা করলে তবে

দাম বাড়াবো আবার
১০ ডিসেম্বর ২০১৭ দুপুর ১২:১২
317186
বাকপ্রবাস লিখেছেন : না না বাপু থাক
আর খাবনা বেশী
তারচে বরং পেয়াজ ছাড়ায়
রান্না হবে দেশী

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File