ভাবনার দোর জানালা

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৭ ডিসেম্বর, ২০১৭, ০১:৪৩:৩৫ রাত

অংক

বিজ্ঞান

দর্শন

সাহিত্য

ধর্ম

গ্রামার বাংলা ও ইংরেজি

এমন কোন বিষয় নেই তিনি কাজ করেননি এবং কাজগুলো ঠুনকো নয়। তিনি যেটা ধরেন গোড়া থেকেই শুরু করেন। তাকে নিয়ে আলোচনা সমালোচনা হয়না খুব একটা। তার একটা কারন হলো তিনি প্রচার বিমুখ। কোন ভাবেই নিজেকে জাহির করবেননা নিজেকে। এমনকি বই প্রকাশকরাও তার নাগাল পাননা ছবি দেয়া দূরের কথা। তার বই প্রকাশ ও বিক্রির হারও কোন অংশে কম নয়। তবুও তাকে আমরা অবহেলা করছি এবং তাতে তার কোন আক্ষেপ বা কোন কিছু যায় আসেনা। আমারও আক্ষেপ নেই। যে আক্ষেপ হল তার লেখাগুলো ঠিক জায়গায় পৌঁছতে পারছেনা হয়তো। কারন তিনি ধর্ম নিয়ে লিখছেন। ফলে তথাকথিত প্রতিশীলরা তাকে এড়িয়ে যাবেন সেটা স্বাভাবিক। ধার্মিকরাও তাকে এড়িয়ে যাচ্ছেন সেটা আমার কাছে কিছুটা অস্বাভাবিক। আমরা তাকে হয়তো ভুল বুঝে থাকতে পারি অথবা সঠিকটাই বুঝে তাতে এড়িয়ে চলেছি যারা তাকে ধরতে পেরেছে বলে মনে করে থাকেন।

উপরের বিষয়গুলো দিলাম, যার যেটা ভাল লাগে সেই বিষয় এর উপর বইগুলো পড়তে পারেন। নিশ্চিত করে বলতে পারি ঠকবেননা।

নিচে রকমারিতে তার বইগুলো দেখলেই বুঝবেন কি পরিমান তিনি লিখছেন এবং আমরা তাকে কি পরিমাণ অবহেলা করছি আর ক্ষতিটা আমাদেরই যারা জানতে চাই, বুঝতে চাই বিশেষ করে ভাবতে চাই। যারা ভাবনার উপকরণ চান তাদের জন্য এস. এম. জাকির হুসাইন একটা দরজা তাতে কোন সন্দেহ নেই।

লিংক: Click this link

বিষয়: বিবিধ

৫৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File